বলয়সহ নীল ও সোনালী রঙে শনি গ্রহ |
বিবরণঃ
আপনি যদি বলয়ধারী গ্রহটির কাছাকাছি অবস্থানে ভেসে থাকতে পারতেন, তবে একে উপরের ছবির মত দেখবেন। ২০০৬ সালের মার্চে মহাকাশযান ক্যাসিনি ছবিটি সংগ্রহ করে। রোবটজাতীয় এই স্পেসশিপটির কার্যক্রম ২০১৬ এসেও চালু আছে। শনির রাজকীয় বলয়টি এখানে শুধুই একটি উলম্ব দাগের মত দেখাচ্ছে। বলয়ের সমতলেই দেখা যাচ্ছে শনির উপগ্রহ এনচেলাডাস। উপগ্রহটির ব্যাস মাত্র ৫০০ কিলোমিটার।
শনি গ্রহের উত্তর গোলার্ধ দেখতে আংশিক নীল। পৃথিবীর আকাশ যে কারণে নীল তার সাথে এই ঘটনার মিল আছে। দুই গ্রহের ক্ষেত্রেই মেঘহীন বায়ুমণ্ডলের অণু লাল আলোর চেয়ে নীল আলো সহজে বিক্ষেপণ করতে পারে- নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে। তবে মেঘ এড়িয়ে গ্রহটির আরো গভীরে দৃষ্টিপাত এর সহজাত সোনালী রঙ গোচরে আসে। শনির দক্ষিণ গোলার্ধ কেন নীল রঙ প্রদর্শন করে না তা এখনো জানা সম্ভব হয়নি। গ্রহটিতে ভেসে থাকা মেঘেরা সোনালী দেখায়ো কেন তাও জানা যায়নি।
শনি গ্রহ দেখতে খানিকটা নীল কেন?