Advertisement

সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

ঢাকার কৃত্রিম আলোয় ঢাকা পড়ে যায় অসংখ্য তারা। তবে শুক্র গ্রহ কিন্তু যে কোনো তারার চেয়েও বেশি উজ্জ্বল। ইদানিং শুক্র আবার খুব বেশি উজ্জ্বল। সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম দিকে তাকালে শুরুতে চমকেই যেতে হয়। মনে হয় দূরের কোনো টাওয়ারের আলো জ্বলছে বুঝি! ওটা আসলে শুক্র- সন্ধ্যাতারা।

খিলগাঁও ফ্লাইওভার থেকে তোলা শুক্র গ্রহের ছবি।
তুলেছেনঃ হাওলাদার আব্দুল কাইয়ুম
আলোক দুষণের জন্যে বিখ্যাত গুলিস্তানেও দেখা যাচ্ছে শুক্র।
আরো পড়ুনঃ
Category: articles

বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

ঢাকার আকাশে শুক্র গ্রহ 

ইদানিং পশ্চিম দিগন্তে সন্ধ্যাতারাকে (শুক্র গ্রহ) খুব সহজেই চোখে পড়ে। 
আজ পাশেই আছে চাঁদও। একটি ভুল ধারণা হল সন্ধ্যাতারা সব সময় চাঁদের সাথে থাকে। 
কোনো কোনো সময় সন্ধ্যাতারা পশ্চিম আকাশে থাকে, আবার কখনো থাকে ভোরের পূবাকাশে, যে সময় এরই নাম হয় শুকতারা। দুই ক্ষেত্রেই এটি দিগন্তের আশেপাশেই থাকে। 
আর চাঁদতো আর তা করে না, ঘুরে বেড়ায় পশ্চিম থেকে পূর্ব দিগন্তের মাঝের পুরো আকাশটাই।

ছবিটি তুলেছেনঃ আব্দুল্যাহ আদিল মাহমুদ

শুক্র গ্রহ নিয়ে আরো পড়ুনঃ

অদ্ভুত এক গ্রহ 
শুক্র গ্রহের পরিচয় 
শুকতারার পরিচয়
শুক্র গ্রহে বসবাস! 
Category: articles

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

আজকের আকাশে চাঁদের সাথে শনি ও মঙ্গলের দারুণ একটি চিত্র তৈরি হয়েছে। শনি ও মঙ্গল এমনিতেই জ্যেষ্ঠা (Antares) নক্ষত্রের সাথে ত্রিভুজ তৈরি করে রেখেছে। চাঁদ অবস্থান নিয়েছে ত্রিভুজের মাথায়। সব মিলিয়ে দেখার মতো দৃশ্যই বটে। 

চাঁদ, মঙ্গল ও শনি। সাথে জ্যেষ্ঠ্য নক্ষত্র। 

Category: articles

শুক্রবার, ১৭ জুন, ২০১৬

ইদানিং রাতের আকাশে গ্রহরা বেশ উজ্জ্বল। খালি চোখে দৃশ্যমান পাঁচটি গ্রহের মধ্যে তিনটিই এখন খুব উজ্জ্বল। এরা হল বৃহস্পতি, মঙ্গল ও শনি। এদের মধ্যে বৃহস্পতি সবচেয়ে উজ্জ্বল। তবে আজকের রাতের আকাশে চাঁদের সাথে মঙ্গলের অবস্থানই সবচেয়ে দারুণ দৃশ্য।
চাঁদ, মঙ্গল ও শনির ছবি 

আশেপাশেই আছে শনি। এক্টমি নিচে ও উত্তরে। অন্য দিকে বৃহস্পতি আছে মাথার উপর থেকে কিছুটা পশ্চিম দিকে। রাত বাড়ার সাথে সাথে সবাই আস্তে আস্তে চলে যাবে পশ্চিমে। 
Category: articles

শনিবার, ১৪ মে, ২০১৬

ইদানিং সন্ধ্যার পরেই মাথার উপর হাজির হয় বৃহস্পতি গ্রহ। আজকে তার সাথে যোগ দিচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
চাঁদ ও বৃহস্পতি
অন্য দিকে, সন্ধ্যার কয়েক ঘণ্টা পরে আরো দুটি গ্রহ- মঙ্গল ও শনিকেও পূব দিক থেকে উঠতে দেখা যাবে। এরা থাকবে বৃশ্চিকের উজ্জ্বলতম নক্ষত্র জ্যোষ্ঠার কাছাকাছি।  
Category: articles

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

হারকিউলিস তারামণ্ডলী, সাথে তারাভুজ কি-স্টোন

এপ্রিল মাসের রাতের আকাশ নিয়ে এলো হারকিউলিস তারামণ্ডলী। রাতের আকাশের যথাক্রমে ৫ম ও ৪র্থ উজ্জ্বল তারকা অভিজিৎ (Vega) ও স্বাতীর (Arcturus) মাঝে এটির অবস্থান। ছবিটি এপ্রিলের
পূর্ব আকাশ দেখাচ্ছে।
হারকিউলিস তারামণ্ডলীতেও একটি গুরুত্বপূর্ণ তারাভুজ রয়েছে। এর নাম কি-স্টোন। উপরের ছবিতে প্রায় বর্গাকার বা আয়তাকার যে অংশটি দেখা যাচ্ছে এটিই হচ্ছে কি-স্টোন তারাভুজ (Asterism)। এই তারাভুজ এই কারণে গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমেই হারকিউলিসকে খুঁজে পাওয়া সম্ভব।
তারাভুজটির মাধ্যমে দারুণ একটি তারকাগুচ্ছও খুঁজে পাওয়া যাবে। এর নাম হারকিলিসের গ্রেট ক্লাস্টার বা সংক্ষেপে এম ১৩ (M13)। গুচ্ছটিকে খালি চোখে ভালোভাবে না দেখা গেলেও দুরবিনের চোখে এটি দর্শনীয় হয়ে ওঠে। প্রায় ১০ লক্ষের মত পুরাতন তারকায় ঠাঁসা গুচ্ছটি।

Category: articles

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

এ মাসের আকাশের সেরা দৃশ্য দেখতে হলে আজকে আকাশ মিস করা উচিত হবে না।
কারণ, আজকে চাঁদ মামা বসে আছে উইন্টার সার্কেলের ভেতরে। আকাশের অন্যতম ৬টি উজ্জ্বল তারকা মিলে তৈরি এই অ্যাসটারিজমটিকে উইন্টার হেক্সাগন বা শীতের ষড়ভুজও বলে। সামার ট্রায়াঙ্গেল যেমন শীতের শুরুতেও দেখা যায়, তেমনি উইন্টার সার্কেলও শীতের পরেও আকাশে সৌন্দর্য্য বিকিরণ করা চালিয়ে যেতে থাকে।
চাঁদ ও উইন্টার সার্কেল/হেক্সাগন

উইন্টার সার্কেলের অন্যতম নক্ষত্র রিগেল আবার আদম সুরতের অংশ। আপনি আদম সুরত বা কালপুরুষ চিনে ফেললে উইন্টার সার্কেল সহজেই চিনতে পারবেন। 
রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধকও আছে এখানেই। 
Category: articles

রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬





শীতের আকাশে উজ্জ্বল তারাদের আধিপত্য একটু বেশিই থাকে। রাতের আকাশের অন্যতম সহজে খুঁজে পাওয়া তারামণ্ডলী আদম সুরত। এর ইংরেজি নাম Orion এবং আরেকটি বাংলা নাম কালপুরুষ। এতেই আছে দুটি টপ টেনের মধ্যে থাকা উজ্জ্বল নক্ষত্র। একটি হচ্ছে উজ্জ্বলতার দৌড়ে সপ্তম রিগেল এবং অপরটি নবম স্থানে থাকা বিটলজুস (Betelgeuse) বা বাংলায় আর্দ্রা।

মজার ব্যাপার হচ্ছে, এই আদম সুরতই আপনাকে অন্য উজ্জ্বল তারকাগুলো চিনিয়ে দেবে।
আদমের কোমরের তিনটি তারাকে যোগ করে দক্ষিণে যেতে থাকলে পেয়ে যাবেন রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক (Sirius)।

অন্য দিকে তিনটি তারা যোগ করে উল্টো দিকে মানে উত্তরে গেলে পাবেন বৃষরাশির উজ্জ্বলতম নক্ষত্র আলডেবারান।

Category: articles

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

আজকে সহ আগামী দিনগুলোতে ভোরের আকাশে দেখা যাচ্ছে গ্রহদের। বুধ, শুক্র ও শনি ভোরের দিকে দেখা যাবে। তবে, অন্য দুটি গ্রহ- বৃহস্পতি ও মঙ্গল ভোরের অনেক আগেই হাজির হবে রাতের আকাশে।
বিস্তারিত দেখুন- ফেব্রুয়ারি মাসে গ্রহরা কে কোথায়
Category: articles

মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

আজ রাতে চাঁদ ও বৃহস্পতি দারুণ একটি দৃশ্য উপহার দিচ্ছে। ছবিতে এই দৃশ্যের সৌন্দর্য্য তুলে ধরা কঠিন। বিশ্বাস না হলে একবার জানালা দিয়ে উঁকে মেরে দেখুন। না দেখা গেলে সম্ভব হলে ছাদে চলে যান। 
Category: articles

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

এখন থেকে নিয়মিত (কয়েক দিন পরপর) রাতের আকাশের কিছু মুহূর্ত তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এই বিভাগে এক বা একাধিক ছবি থাকবে। ছবিতে বিশেষত গ্রহ ও নক্ষত্র ধরা পড়বে। মাঝে মাঝে ধূমকেতু, দূর গ্যালাক্সি ইত্যাদির ছবিও থাকতে পারে। এই বিভাগটি আজকের ছবি বিভাগ থেকে আলাদা।
ছবির বিবরণঃ ছবিতে রাতের আকাশের ৩য় উজ্জ্বল বস্তু ও ২য় উজ্জ্বল গ্রহ বৃহস্পতিকে দেখা যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে লাল গ্রহ মঙ্গলকেও। ছবির অপর দুটি বস্তু তারকা। স্বাতী আকাশের ৪র্থ উজ্জ্বল নক্ষত্র, অন্য দিকে চিত্রার রোল নং ১৫। 
Category: articles

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

আজ বা আসন্ন কয়েক দিনের মধ্যে যে কোন মেঘ বা কুয়াশামুক্ত সন্ধ্যায় সূর্যাস্তের ঠিক পরপরই আপনি পশ্চিমাকাশে তিনটি উজ্জ্বল তারকা দেখতে পাবেন। এদেরকেই একত্রে বলা হয় সামার ট্রায়াঙ্গেল (Summer triangle) বা গ্রীষ্মের ত্রিভুজ। ত্রিভুজটি কোন তারামণ্ডলী নয়, একটি তারানকশা (Asterism) মাত্র।


শীতকালে গ্রীষ্মের ত্রিভুজ! কেমন অদ্ভুত বিষয়, তাই না? আসলে একে সামার ট্রায়াঙ্গেল বলার কারণ হচ্ছে, আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে এই তারাচিত্রটি মাথার উপরে থাকে। তিনটি আলাদা তারামণ্ডলীর উজ্জলতম নক্ষত্র ত্রিভুজের তিন শীর্ষে বসে আছে। বীণামণ্ডলীর (Lyra) অভিজিৎ (Vega), বকমণ্ডলীর পুচ্ছ (Deneb) এবং ঈগলমণ্ডলীর শ্রবণা (Altair) হচ্ছে এই তিনটি তারকা।

শীঘ্রই এরা সূর্যের আভায় আবৃত হয়ে যাবে। বেশ কিছু দিন দেখা যাবে না। ২/৩ মাস পরে আবার হাজির হবে ভোরের আকাশে।

সূত্র: আর্থ স্কাই
Category: articles

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...