ঢাকার আকাশে শুক্র গ্রহ |
ইদানিং পশ্চিম দিগন্তে সন্ধ্যাতারাকে (শুক্র গ্রহ) খুব সহজেই চোখে পড়ে।
আজ পাশেই আছে চাঁদও। একটি ভুল ধারণা হল সন্ধ্যাতারা সব সময় চাঁদের সাথে থাকে।
কোনো কোনো সময় সন্ধ্যাতারা পশ্চিম আকাশে থাকে, আবার কখনো থাকে ভোরের পূবাকাশে, যে সময় এরই নাম হয় শুকতারা। দুই ক্ষেত্রেই এটি দিগন্তের আশেপাশেই থাকে।
আর চাঁদতো আর তা করে না, ঘুরে বেড়ায় পশ্চিম থেকে পূর্ব দিগন্তের মাঝের পুরো আকাশটাই।
ছবিটি তুলেছেনঃ আব্দুল্যাহ আদিল মাহমুদ
শুক্র গ্রহ নিয়ে আরো পড়ুনঃ
☛ অদ্ভুত এক গ্রহ
☛ শুক্র গ্রহের পরিচয়
☛ শুকতারার পরিচয়
☛ শুক্র গ্রহে বসবাস!