চিত্রা (Spica) রাতের আকাশের ১৫ তম উজ্জ্বল নক্ষত্র। এটি রাশিচক্রের নক্ষত্র। ১৩টি রাশিচক্রের মধ্যে কন্যামণ্ডলীতে এর অবস্থান। কন্যামণ্ডলীতে উজ্জ্বলতায় সেরা।
খুঁজে পাবার উপায়
এর আগে ৪র্থ উজ্জ্বল নক্ষত্র স্বাতীর কথা জেনেছিলেন। স্বাতী পাওয়া গিয়েছিল সপ্তর্ষীমণ্ডলীর সাহায্যে, সপ্তর্ষী থেকে বৃত্তচাপ এঁকে। বৃত্তচাপটি আরেকটি বাড়িয়ে দিলেও পাবেন চিত্রা। মে, জুন,জুলাই মাসগুলো এদেরকে দেখার অন্যতম সেরা সময়। জুনের প্রথম সপ্তাহে রাত ১০টার দিকে স্বাতী একেবারে মাথার উপর থাকে। চিত্রা তার দক্ষিণে।
খুঁজে পাবার উপায়
এর আগে ৪র্থ উজ্জ্বল নক্ষত্র স্বাতীর কথা জেনেছিলেন। স্বাতী পাওয়া গিয়েছিল সপ্তর্ষীমণ্ডলীর সাহায্যে, সপ্তর্ষী থেকে বৃত্তচাপ এঁকে। বৃত্তচাপটি আরেকটি বাড়িয়ে দিলেও পাবেন চিত্রা। মে, জুন,জুলাই মাসগুলো এদেরকে দেখার অন্যতম সেরা সময়। জুনের প্রথম সপ্তাহে রাত ১০টার দিকে স্বাতী একেবারে মাথার উপর থাকে। চিত্রা তার দক্ষিণে।
সপ্তর্ষী থেকে স্বাতী ও চিত্রা |