Advertisement

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

আজকের ছবিঃ পৃথিবী-কেন্দ্রিক শুক্র গ্রহ

পৃথিবীকে সৌরজগতের কেন্দ্র ধরে নিলে শুক্র গ্রহের গতিপথ দেখতে দারুণ সুন্দর মনে হয়। এক্ষেত্রে শুক্র গ্রহের গতিপথ দেখতে গোলাপ ফুলের পাপড়ির একটি পেন্টাগ্রাম তৈরি করে। আট বছর পরপর এটি একই দিনে আকাশের একই জায়গায় ফিরে আসে। 
শুক্র গ্রহ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে ধরে নিলে এর গতিপথ এমন দেখা যায়। এখানে ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত এর গতিপথ দেখানো আছে। 
 ছবিটাকে অবশ্য একটু সিম্পল করে আঁকা হয়েছে। 

তথ্য সূত্রঃ Earth Sky


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, সিলেট ক্যাডেট কলেজ। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বই পাঁচটি | সব লেখা | ফেসবুক | পারসোনাল ওয়েবসাইট

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...