ইদানিং রাতের আকাশে গ্রহরা বেশ উজ্জ্বল। খালি চোখে দৃশ্যমান পাঁচটি গ্রহের মধ্যে তিনটিই এখন খুব উজ্জ্বল। এরা হল বৃহস্পতি, মঙ্গল ও শনি। এদের মধ্যে বৃহস্পতি সবচেয়ে উজ্জ্বল। তবে আজকের রাতের আকাশে চাঁদের সাথে মঙ্গলের অবস্থানই সবচেয়ে দারুণ দৃশ্য।
আশেপাশেই আছে শনি। এক্টমি নিচে ও উত্তরে। অন্য দিকে বৃহস্পতি আছে মাথার উপর থেকে কিছুটা পশ্চিম দিকে। রাত বাড়ার সাথে সাথে সবাই আস্তে আস্তে চলে যাবে পশ্চিমে।
চাঁদ, মঙ্গল ও শনির ছবি |
আশেপাশেই আছে শনি। এক্টমি নিচে ও উত্তরে। অন্য দিকে বৃহস্পতি আছে মাথার উপর থেকে কিছুটা পশ্চিম দিকে। রাত বাড়ার সাথে সাথে সবাই আস্তে আস্তে চলে যাবে পশ্চিমে।