Advertisement

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

আজকের আকাশঃ চাঁদ, শনি ও মঙ্গল

আজকের আকাশে চাঁদের সাথে শনি ও মঙ্গলের দারুণ একটি চিত্র তৈরি হয়েছে। শনি ও মঙ্গল এমনিতেই জ্যেষ্ঠা (Antares) নক্ষত্রের সাথে ত্রিভুজ তৈরি করে রেখেছে। চাঁদ অবস্থান নিয়েছে ত্রিভুজের মাথায়। সব মিলিয়ে দেখার মতো দৃশ্যই বটে। 

চাঁদ, মঙ্গল ও শনি। সাথে জ্যেষ্ঠ্য নক্ষত্র। 


Advertisement 02

বিশ্ব ডেস্ক

লেখকের পরিচয়

মহাবিশ্ব ডেস্ক। মহাবিশ্ব পোর্টাল বিশ্ব ডট কমের অন্যতম অংশ। সাধারণ মানুষের কাছে জ্যোতির্বিজ্ঞানের ধারণাগুলো সহজ করে উপস্থাপন করাই এ পোর্টালের লক্ষ্য।

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...