Advertisement

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

আজকের আকাশঃ গ্রহ ও নক্ষত্র

এখন থেকে নিয়মিত (কয়েক দিন পরপর) রাতের আকাশের কিছু মুহূর্ত তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এই বিভাগে এক বা একাধিক ছবি থাকবে। ছবিতে বিশেষত গ্রহ ও নক্ষত্র ধরা পড়বে। মাঝে মাঝে ধূমকেতু, দূর গ্যালাক্সি ইত্যাদির ছবিও থাকতে পারে। এই বিভাগটি আজকের ছবি বিভাগ থেকে আলাদা।
ছবির বিবরণঃ ছবিতে রাতের আকাশের ৩য় উজ্জ্বল বস্তু ও ২য় উজ্জ্বল গ্রহ বৃহস্পতিকে দেখা যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে লাল গ্রহ মঙ্গলকেও। ছবির অপর দুটি বস্তু তারকা। স্বাতী আকাশের ৪র্থ উজ্জ্বল নক্ষত্র, অন্য দিকে চিত্রার রোল নং ১৫। 


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, সিলেট ক্যাডেট কলেজ। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বই পাঁচটি | সব লেখা | ফেসবুক | পারসোনাল ওয়েবসাইট

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...