এখন থেকে নিয়মিত (কয়েক দিন পরপর) রাতের আকাশের কিছু মুহূর্ত তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এই বিভাগে এক বা একাধিক ছবি থাকবে। ছবিতে বিশেষত গ্রহ ও নক্ষত্র ধরা পড়বে। মাঝে মাঝে ধূমকেতু, দূর গ্যালাক্সি ইত্যাদির ছবিও থাকতে পারে। এই বিভাগটি আজকের ছবি বিভাগ থেকে আলাদা।
ছবির বিবরণঃ ছবিতে রাতের আকাশের ৩য় উজ্জ্বল বস্তু ও ২য় উজ্জ্বল গ্রহ বৃহস্পতিকে দেখা যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে লাল গ্রহ মঙ্গলকেও। ছবির অপর দুটি বস্তু তারকা। স্বাতী আকাশের ৪র্থ উজ্জ্বল নক্ষত্র, অন্য দিকে চিত্রার রোল নং ১৫।
ছবির বিবরণঃ ছবিতে রাতের আকাশের ৩য় উজ্জ্বল বস্তু ও ২য় উজ্জ্বল গ্রহ বৃহস্পতিকে দেখা যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে লাল গ্রহ মঙ্গলকেও। ছবির অপর দুটি বস্তু তারকা। স্বাতী আকাশের ৪র্থ উজ্জ্বল নক্ষত্র, অন্য দিকে চিত্রার রোল নং ১৫।