Advertisement

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

আজকের ছবিঃ শনির উপগ্রহ মাইমাস

শনির উপগ্রহ মাইমাস 

মাইমাস হল শনির একটি উপগ্রহ। ১৭৮৯ সালে উইলিয়াম হার্শেল এটি আবিষ্কার করেন। ছবিতে যে বিশাল খাদটি দেখা যাচ্ছে সেটার নামও রাখা হয়েছে তাঁর নামানুসারেই। এটি সৌরজগতের ২০তম বৃহত্তম উপগ্রহ। নিজস্ব মহাকর্ষের কারণে যেসব বস্তুরা গোলাকার আকৃতি পেয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত জানা মতে এটিই সবচেয়ে ছোট বস্তু।
এই ছবিটি তুলেছে মহাকাশযান ক্যাসিনি, ২০১০ সালে।

আরো পড়ুনঃ
এক নজরে শনি গ্রহ


Advertisement 02

Unknown

লেখকের পরিচয়

সাজ্জাদ হোসাইন। মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। রাতের আকাশ দেখতে ভালো লাগে।
এই সাইটে লেখকের সব লেখা এখানে। ফেসবুকে লেখকঃ RK Sajjad Khan

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...