Advertisement

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

সূর্য কখন কোথায় থাকে

সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণের কারণে বছরের বিভিন্ন সময়ে সূর্য আকাশের ভিন্ন ভিন্ন অবস্থানে তথা তারামণ্ডলীতে থাকে। সূর্যের অবস্থানের এই নির্দিষ্ট তারামণ্ডলীগুলোকে রাশিচক্র বলে। এখানে আমরা দেখবো কোন সময়গুলোতে সূর্য কোন তারামণ্ডলীতে অবস্থান করে। এই তারিখগুলো প্রচলিত রাশিচক্র থেকে ভিন্ন, কারণ প্রচলিত রাশিফলের ভিত্তি যে রাশিচক্র সেটা এমনিতেই অবাস্তব হবার পাশপাশি বর্তমানে সেটার তারিখের সাথে সূর্যের সঠিক অবস্থানেরও মিল নেই। 



এখানে আমরা ২০১৫ সালের ভিত্তিতে অবস্থান দেখছি। অন্য বছরগুলোতে দুইএক দিন এদিক-সেদিক হতে পারে। 

মণ্ডল ইংরেজি নাম সূর্যের অবস্থান
ধনু Sagittarius ১৮ ডিসেম্বর - ১৮ জানুয়ারি
মকর Capricornus ১৯ জানুয়ারি - ১৫ ফেব্রুয়ারি
কুম্ভ Aquarius ১৬ ফেব্রুয়ারি - ১১ মার্চ
মীন Pisces ১২ মার্চ - ১৮ এপ্রিল
মেষ Aries ১৯ এপ্রিল - ১৩ মে
বৃষ Taurus ১৪ মে - ১৯ জুন
মিথুন Gemini ২০ জুন - ২০ জুলাই
কর্কট Cancer ২১ জুলাই - ৯ আগস্ট
সিংহ Leo ১০ আগস্ট - ১৫ সেপ্টেম্বর
কন্যা Virgo ১৬ সেপ্টেম্বর - ৩০ অক্টোবর
তুলা Libra ৩১ অক্টোবর - ২২ নভেম্বর
বৃশ্চিক Scorpius ২৩ নভেম্বর - ২৯ নভেম্বর
সর্পধারীমণ্ডল Ophiuchus ৩০ নভেম্বর - ১৭ ডিসেম্বর

সূত্রঃ
২। উইকিপিডিয়াঃ জোডিয়াক


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, সিলেট ক্যাডেট কলেজ। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বই পাঁচটি | সব লেখা | ফেসবুক | পারসোনাল ওয়েবসাইট

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...