সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণের কারণে বছরের বিভিন্ন সময়ে সূর্য আকাশের ভিন্ন ভিন্ন অবস্থানে তথা তারামণ্ডলীতে থাকে। সূর্যের অবস্থানের এই নির্দিষ্ট তারামণ্ডলীগুলোকে রাশিচক্র বলে। এখানে আমরা দেখবো কোন সময়গুলোতে সূর্য কোন তারামণ্ডলীতে অবস্থান করে। এই তারিখগুলো প্রচলিত রাশিচক্র থেকে ভিন্ন, কারণ প্রচলিত রাশিফলের ভিত্তি যে রাশিচক্র সেটা এমনিতেই অবাস্তব হবার পাশপাশি বর্তমানে সেটার তারিখের সাথে সূর্যের সঠিক অবস্থানেরও মিল নেই।
আরো পড়ুন- রাশিচক্রের পরিচয়

এখানে আমরা ২০১৫ সালের ভিত্তিতে অবস্থান দেখছি। অন্য বছরগুলোতে দুইএক দিন এদিক-সেদিক হতে পারে।
| মণ্ডল | ইংরেজি নাম | সূর্যের অবস্থান |
|---|---|---|
| ধনু | Sagittarius | ১৮ ডিসেম্বর - ১৮ জানুয়ারি |
| মকর | Capricornus | ১৯ জানুয়ারি - ১৫ ফেব্রুয়ারি |
| কুম্ভ | Aquarius | ১৬ ফেব্রুয়ারি - ১১ মার্চ |
| মীন | Pisces | ১২ মার্চ - ১৮ এপ্রিল |
| মেষ | Aries | ১৯ এপ্রিল - ১৩ মে |
| বৃষ | Taurus | ১৪ মে - ১৯ জুন |
| মিথুন | Gemini | ২০ জুন - ২০ জুলাই |
| কর্কট | Cancer | ২১ জুলাই - ৯ আগস্ট |
| সিংহ | Leo | ১০ আগস্ট - ১৫ সেপ্টেম্বর |
| কন্যা | Virgo | ১৬ সেপ্টেম্বর - ৩০ অক্টোবর |
| তুলা | Libra | ৩১ অক্টোবর - ২২ নভেম্বর |
| বৃশ্চিক | Scorpius | ২৩ নভেম্বর - ২৯ নভেম্বর |
| সর্পধারীমণ্ডল | Ophiuchus | ৩০ নভেম্বর - ১৭ ডিসেম্বর |
সূত্রঃ
১। আর্থ স্কাই
২। উইকিপিডিয়াঃ জোডিয়াক