Advertisement

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মহাকাশের অবলোহিত ছবি

অবলোহিত হচ্ছে এক ধরনের অদৃশ্য তড়িচ্চৌম্বক বিকিরণ। আমরা জানি, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য প্রায় ৩৯০ থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত। আর, লাল আলোই দৃশ্যমান আলোর সবচেয়ে উচ্চ তরঙ্গদৈর্ঘ্যের অধিকারী। লালের পর থেকেই শুরু হয় অবলোহিতের (Infrared) যাত্রা। ফলে এর পাল্লা শুরু ৭০০ ন্যানোমিটারে। বিস্তৃত ১ মিলিমিটার পর্যন্ত।
তারকার জন্ম 
তারকার মৃত্যু 
মিল্কিওয়ে গ্যালাক্সি 

প্রতিক্রিয়ারত গ্যালাক্সি 

সর্পিল গ্যালাক্সি 
সূত্রঃ
১। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি (ক্যালটেক)
২। উইকিপিডিয়াঃ দৃশ্যমান বর্ণালী, অবলোহিত আলো  


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, সিলেট ক্যাডেট কলেজ। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বই পাঁচটি | সব লেখা | ফেসবুক | পারসোনাল ওয়েবসাইট

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...