অবলোহিত হচ্ছে এক ধরনের
অদৃশ্য তড়িচ্চৌম্বক বিকিরণ। আমরা জানি, দৃশ্যমান আলোর
তরঙ্গদৈর্ঘ্য প্রায় ৩৯০ থেকে ৭০০
ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত। আর, লাল আলোই দৃশ্যমান আলোর সবচেয়ে উচ্চ তরঙ্গদৈর্ঘ্যের অধিকারী। লালের পর থেকেই শুরু হয় অবলোহিতের (Infrared) যাত্রা। ফলে এর পাল্লা শুরু ৭০০ ন্যানোমিটারে। বিস্তৃত ১ মিলিমিটার পর্যন্ত।
|
তারকার জন্ম |
|
তারকার মৃত্যু |
|
মিল্কিওয়ে গ্যালাক্সি |
|
প্রতিক্রিয়ারত গ্যালাক্সি |
|
সর্পিল গ্যালাক্সি |
সূত্রঃ
১। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি (
ক্যালটেক)
২। উইকিপিডিয়াঃ
দৃশ্যমান বর্ণালী,
অবলোহিত আলো