Advertisement

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

প্রশ্নোত্তরঃ ব্ল্যাক হোল অনুসন্ধান

প্রশ্নঃ ব্ল্যাক হোলতো দেখা যায় না, তাহলে এদেরকে শনাক্ত করা হয় কিভাবে?
উত্তরঃ ব্ল্যাক হোল আলোকে আটকিয়ে রাখার মাধ্যমে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হলেও নিজের কর্মকাণ্ড গোপন রাখতে পারে না। এটি এর নিকটস্থ বস্তু, বিশেষ করে গ্যাসকে এর অভিকর্ষ বল দ্বারা নিজের দিকে টেনে নেয়। ফলে, গ্যাস সর্পিল পথে এতে গিয়ে পতিত হয়। এই পতনশীল গ্যাস ব্ল্যাকহোলের চারপাশে একটি চাকতি (disk) গঠন করে। এই গ্যাস এত দ্রুত পাক খায় যে এরা উত্তপ্ত হয়ে এক্স-রে নির্গত করে। এই এক্স-রে বা রঞ্জন রশ্মি পৃথিবীতে বসে শনাক্ত করা যায়।
ব্ল্যাক হোলের কবলে নিকটস্থ গ্যাস। নীল অংশের কেন্দ্রে অবস্থিত কালো বিন্দুই ব্ল্যাক হোল। 

এছাড়াও ব্ল্যাকহোলের নিকটস্থ অন্য তারকার গতির প্রকৃতি থেকেও ব্ল্যাকহোল শনাক্ত করা যায়। যেমন কোন বাইনারি বা অন্য কোন মালটিপল স্টার সিস্টেমে গতি থেকে বোঝা যায়, এখানে আরেকটি তারকা থাকা উচিৎ। কিন্তু বাস্তবে ওখানে কাউকে দেখা যায় না, যার অর্থ সেটি ব্ল্যাকহোল।

সূত্রঃ
১। ক্যালটেক


Advertisement 02

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, সিলেট ক্যাডেট কলেজ। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বই পাঁচটি | সব লেখা | ফেসবুক | পারসোনাল ওয়েবসাইট

1 comments:

Write comments
Unknown
AUTHOR
১৪ ফেব্রুয়ারী, ২০২২ এ ৫:১৫ PM delete

ব্লাকহোলের ছোয়া চাই

Reply
avatar

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...