জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জ্যোতির্বিজ্ঞানের অমূল্য এক সম্পদ। একের পর দূর আকাশের দারুণ সব ছবি নিচ্ছে যন্ত্রটা৷ ফুটিয়ে তুলছে মহাবিশ্বের সূক্ষাতিসূক্ষ্ম বৈশিষ্ট্য৷
বলয় নীহারিকার ছবি। সূত্র: স্পেস ডট কম |
মহাবিশ্বের এমন এক বস্তুর নাম রিং নেবুলা বা বলয় নীহারিকা৷ আমাদের থেকে ২২০০ আলোকবর্ষ দূরে এর বাড়ি৷ এক মৃতপ্রায় নক্ষত্রের ধ্বংসাবশেষ৷ উজ্জ্বল বলয়ের মতো দেখতে বলেই নামটা এমন৷ এ বলয়ে আছে প্রায় বিশ হাজার আণবিক হাইড্রোজেন গ্যাসের স্বতন্ত্র খণ্ড৷ যার একেকটিই পৃথিবীর সমান ভারী৷
জেমস ওয়েব তার কাজের শুরুতেই ছবি তুলেছিল দক্ষিণ বলয় নেবুলারও৷ নাম কাছাকাছি হলেও বস্তুদুটি আলাদা৷ তবে দুটোই গ্রহ নীহারিকা। ইংরেজিতে প্ল্যানেটারি নেবুলা৷ যদিও গ্রহের সাথে এদের কোনো সম্পর্ক নেই৷ এই নীহারিকা গড়ে ওঠে হয় ভারী মৃত নক্ষত্রের মৃত্যুর আগে ছুঁড়ে দেওয়া বিস্ফোরিত গ্যাস ও ধূলিকণা দিয়ে৷
সূত্র: স্পেস ডট কম