Advertisement

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

বলয় নীহারিকার নান্দনিক ছবি জেমস ওয়েব টেলিস্কোপে

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জ্যোতির্বিজ্ঞানের অমূল্য এক সম্পদ। একের পর দূর আকাশের দারুণ সব ছবি নিচ্ছে যন্ত্রটা৷ ফুটিয়ে তুলছে মহাবিশ্বের সূক্ষাতিসূক্ষ্ম বৈশিষ্ট্য৷


বলয় নীহারিকার ছবি। সূত্র: স্পেস ডট কম

মহাবিশ্বের এমন এক বস্তুর নাম রিং নেবুলা বা বলয় নীহারিকা৷ আমাদের থেকে ২২০০ আলোকবর্ষ দূরে এর বাড়ি৷ এক মৃতপ্রায় নক্ষত্রের ধ্বংসাবশেষ৷ উজ্জ্বল বলয়ের মতো দেখতে বলেই নামটা এমন৷ এ বলয়ে আছে প্রায় বিশ হাজার আণবিক হাইড্রোজেন গ্যাসের স্বতন্ত্র খণ্ড৷ যার একেকটিই পৃথিবীর সমান ভারী৷

জেমস ওয়েব তার কাজের শুরুতেই ছবি তুলেছিল দক্ষিণ বলয় নেবুলারও৷ নাম কাছাকাছি হলেও বস্তুদুটি আলাদা৷ তবে দুটোই গ্রহ নীহারিকা। ইংরেজিতে প্ল্যানেটারি নেবুলা৷ যদিও গ্রহের সাথে এদের কোনো সম্পর্ক নেই৷ এই নীহারিকা গড়ে ওঠে হয় ভারী মৃত নক্ষত্রের মৃত্যুর আগে ছুঁড়ে দেওয়া বিস্ফোরিত গ্যাস ও ধূলিকণা দিয়ে৷


Advertisement 02

বিশ্ব ডেস্ক

লেখকের পরিচয়

মহাবিশ্ব ডেস্ক। মহাবিশ্ব পোর্টাল বিশ্ব ডট কমের অন্যতম অংশ। সাধারণ মানুষের কাছে জ্যোতির্বিজ্ঞানের ধারণাগুলো সহজ করে উপস্থাপন করাই এ পোর্টালের লক্ষ্য।

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...