Advertisement

শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

আজকের ছবি: লেগুন নেবুলা

নেবুলা বা নীহারিকা হলো আন্তঃনাক্ষত্রিক মেঘ, যাতে থাকে গ্যাস ও ধূলিকণা৷ গ্যাসের মধ্যে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম৷ লেগুন নেবুলাটা আছে স্যাজিটেরিয়াস বা ধনুমণ্ডলে। বছরের এ সময়ে (আগস্ট) মণ্ডলটা খুব ভাল দেখা যায়৷ পাঁচ হাজার আলোকবর্ষ দূরের এ নীহারিকাটা খালি চোখে খুবই অস্পষ্ট। তবে সাধারণ দুরবিনেই ভেসে ওঠে এর সুন্দর চেহারা৷


লেগুন নেবুলা

আগস্ট মাসে নয়টার দিকে আকাশের সর্বোচ্চ বিন্দুতে থাকবে। জুলাই। মাসে মধ্যরাতে৷ আর সেপ্টেম্বরে সন্ধ্যায়ই। নেবুলাটার বৈজ্ঞানিক নাম মেসিয়ার ৮ বা এনজিসি ৬৫২৩।

লেগুন নেবুলার দেখা মিলবে টিপত তারানকশার পাশে। ছবি: Earthsky



Advertisement 02

বিশ্ব ডেস্ক

লেখকের পরিচয়

মহাবিশ্ব ডেস্ক। মহাবিশ্ব পোর্টাল বিশ্ব ডট কমের অন্যতম অংশ। সাধারণ মানুষের কাছে জ্যোতির্বিজ্ঞানের ধারণাগুলো সহজ করে উপস্থাপন করাই এ পোর্টালের লক্ষ্য।

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...