Advertisement

বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

পৃথিবীর সবচেয়ে বড় সোলার টেলিস্কোপে সূর্যের ছবি

ড্যানিয়েল কে ইনুয়েই সোলার টেলিস্কোপ। পৃথিবীর সবচেয়ে বড় সৌর টেলিস্কোপ। যুক্তরাষ্ট্রের হোয়াই অঙ্গরাজ্যের হালিয়াকালা মানমন্দিরে রাখা। টেলিস্কোপটির কাজ এখনও পুরোদমে শুরু হয়নি। এরই মাঝে জ্যোতির্বিদরা এর তোলা তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু ছবি প্রকাশ করেছেন। এর মাধ্যমে নিজের সক্ষমতা জানান দিয়েছে টেলিস্কোপটি৷
অনেকগুলো ছবিতে আছে সৌরকলঙ্ক। সূর্যের মধ্যে কালো কালো দাগ। এ দাগগুলো আর কিছুই নয়, সৌরপৃষ্ঠের অপেক্ষাকৃত ঠাণ্ডা ও শক্তিশালী চৌম্বক অঞ্চল। এরা আছে সূর্যের পৃষ্ঠে। যার কেতাবি নাম ফটোস্ফিয়ার বা আলোকমণ্ডল৷ সৌরকলঙ্ক বিভিন্ন আকারের হয়। অন্তত পৃথিবীর সমান তো হয়ই। জটিল কলঙ্ক বা কলঙ্কগুচ্ছ সৌরশিখা ও সৌরঝড়ের উৎস৷

ছবিতে দেখা যায়, সূর্যের এ অঞ্চলে বিকিরণ কোষের উজ্জ্বল নকশা আছে। উষ্ণ ও উর্ধগামী প্লাজমাকে ঘিরে আছে অন্ধকার, ঠাণ্ডা ও নিম্নগামী প্লাজমা রেখা।


সূত্র: kottke.org


Advertisement 02

বিশ্ব ডেস্ক

লেখকের পরিচয়

মহাবিশ্ব ডেস্ক। মহাবিশ্ব পোর্টাল বিশ্ব ডট কমের অন্যতম অংশ। সাধারণ মানুষের কাছে জ্যোতির্বিজ্ঞানের ধারণাগুলো সহজ করে উপস্থাপন করাই এ পোর্টালের লক্ষ্য।

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...