আপনি কি জানেন যে-
# নাসার ভয়েজার মহকাশযান যদি এর বর্তমান বেগ নিয়ে সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরির দিকে ছুট দেয় তবে এর পৃথিবীতে দিরে আসতে সময় লাগবে ৮০ হাজার বছর!
# অন্যতম বৃহত্তম নক্ষত্র ভিওয়াই ক্যানিস ম্যাজোরিস সূর্যের চেয়ে ১৮০০ গুণ বড়!
#আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই নক্ষত্রের সংখ্যা প্রায় ২০০ থেকে ৪০০ বিলিয়ন যা সকল যুগের সব মানুষের মোট সংখ্যার চেয়েও বেশি!
# নক্ষত্রের সবচেয়ে বেশি উজ্জ্বলতা প্রদর্শনের ঘটনা ঘটে ১০০৬ সালে যখন এসএন ১০০৬ (SN 1006) নামক সুপারনোভা পৃথিবীর আকাশে তিন মাস ধরে শুক্রের চেয়েও বেশি উজ্জ্বলতা ছড়িয়েছিল!
#বুধ গ্রহের তাপমাত্রা এতটা উঠানামা করে যে দিনে এর তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং রাতে নেমে যায় মাইনাস ১৪০ ডিগ্রি পর্যন্ত!
সূত্রঃ
১। উকিপিডিয়াঃ স্টার পোর্টাল
২। উকিপিডিয়াঃ এস এন ১০০৬
# নাসার ভয়েজার মহকাশযান যদি এর বর্তমান বেগ নিয়ে সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরির দিকে ছুট দেয় তবে এর পৃথিবীতে দিরে আসতে সময় লাগবে ৮০ হাজার বছর!
# অন্যতম বৃহত্তম নক্ষত্র ভিওয়াই ক্যানিস ম্যাজোরিস সূর্যের চেয়ে ১৮০০ গুণ বড়!
#আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই নক্ষত্রের সংখ্যা প্রায় ২০০ থেকে ৪০০ বিলিয়ন যা সকল যুগের সব মানুষের মোট সংখ্যার চেয়েও বেশি!
# নক্ষত্রের সবচেয়ে বেশি উজ্জ্বলতা প্রদর্শনের ঘটনা ঘটে ১০০৬ সালে যখন এসএন ১০০৬ (SN 1006) নামক সুপারনোভা পৃথিবীর আকাশে তিন মাস ধরে শুক্রের চেয়েও বেশি উজ্জ্বলতা ছড়িয়েছিল!
#বুধ গ্রহের তাপমাত্রা এতটা উঠানামা করে যে দিনে এর তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং রাতে নেমে যায় মাইনাস ১৪০ ডিগ্রি পর্যন্ত!
সুপারনোভা এস এন ১০০৬ |
সূত্রঃ
১। উকিপিডিয়াঃ স্টার পোর্টাল
২। উকিপিডিয়াঃ এস এন ১০০৬