৩০ নভেম্বর, ২০১৫! প্রচলিত রাশিচক্রের কফিনে আরেকটি পেরেক ঠুকে দিয়ে সূর্য প্রবেশ করল রাশিচক্রের ত্রয়োদশ সদস্য সর্পধারী নামক তারামণ্ডলীতে। দিনের বেলায় যদি তারা দেখা যেত, তবে আপনি এই তারিখে দেখতেন যে সূর্য বৃশ্চিক ও সর্পধারীর সীমানায় বসে আলো ছিটাচ্ছে। প্রায় প্রতি বছর এই তারিখে সূর্য বৃশ্চিক থেকে সর্পধারীতে পাড়ি জমায়। প্রচলিত রাশিচক্রে উল্লেখ না থাকলেও, এটিও রাশিচক্রেরই একটি তারামণ্ডলী। ১৮ ডিসেম্বর পর্যন্ত সূর্য সর্পধারীর সীমানার ভেতরে অবস্থান করবে।
১৯৩০ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সমিতির আঁকা খ-মানচিত্র অনুযায়ী এই সময়টিতে সূর্যের অবস্থান এই তারামণ্ডলীর সীমানায় পড়েছে।