আজ ১৯ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে মহাকাশে প্রেরণ করা হয় সালিউট ১। এটি পৃথিবীর কক্ষপথে প্রেরিত প্রথম মহাকাশ স্টেশন। রাশিয়ার সালিউট প্রোগ্রামের শেষ মডিউলটিই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ অংশের প্রধান অঙ্গ হয়।
সালিউট ১ স্পেস স্টেশন। সূত্র: নাসা |
☛ মহাশূন্যে প্রথম অ্যামেরিকান স্টেশন
স্টেশনে মানুষ পাঠানোর অংশ হিসেবে সয়ুজ ১০ যানে ৩ জন নভোচারী পাঠানো হয়। তবে সে যাত্রা সফল হয়নি। পরবর্তীতে সয়ুজ ১১ যানে অন্য ৩ জন নভোচারী সালিউটে পৌঁছেন। ২৩ দিন অবস্থান করে চালান নানান বৈজ্ঞানিক পরীক্ষা।
তবে ৩ নভোচারী পৃথিবীতে ফেরার পথে শ্বাসকষ্টে মারা যান। পৃথিবীর কারমান রেখা উপরে এটাই মৃত্যুর একমাত্র ঘটনা। কারমান রেখা পৃথিবীর ১০০ কিলোমিটার উপরে। এটাকে পৃথিবী ও মহাশূন্যের একটি সীমানা হিসেবে ধরা হয়।
☛ পৃথিবী ও মহাশূন্যের একটি সীমানা কোথায়?
১৯৭১ সালের জুলাই-আগস্ট মাসে স্টেশনটিকে আরও উপরের কক্ষপথে পাঠানো হয়। উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের আগেই যেন কক্ষপথ থেকে নেমে গিয়ে ধ্বংস না হয়। অন্যদিকে চলছিল সয়ুজ পুননির্মাণ। তবে তা হতে হতে সালিউটের জ্বালানি ফুরিয়ে যায়। ১১ অক্টোবর তারিখে এ অভিযান শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭৫ দিন মহাকাশে থেকে সালিউট ১ প্রশান মহাসাগরের উপরে জ্বলে যায়।
অরায়ন ১ মহাকাশ মানমন্দির স্থাপন করা ছিল এ স্টেশনে। এখান থেকে সংগ্রহ করা হয় নক্ষত্রের অতিবেগুনী বর্ণালী। ভিক্টর পাতসায়েব ছিলেন টেলিস্কোপটির অপারেটির। এএ মধ্য দিয়ে তিনি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে টেলিস্কোপ চালানো প্রথম মানুষ হবার গৌরব অর্জন করেন৷