Advertisement

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আবর্তন ও প্রদক্ষিণের পার্থক্য

আমরা অনেক সময় এই দুটি শব্দের মধ্যে গোলমাল পাকিয়ে ফেলি।
কোন বস্তুর নিজের অক্ষের চারদিকে ঘুর্ণনকে আবর্তন বলে। এর ইংরেজি পরিভাষা Rotation। অন্য দিকে কোন বস্তু যদি অন্য কোন বস্তুর চারদিকে ঘুরে আসে, তখন তাকে প্রদক্ষিণ বলে। এর ইংরেজি Revolution।
সূর্যের চারদিকে পৃথিবীর যে গতি এটা হচ্ছে প্রদক্ষিণ। পৃথিবী একবার সূর্যের চারদিকে কক্ষপথ ঘুরে আসলে এক বছর হয়। অন্য দিকে, পৃথিবী নিজের চারদিকে আবর্তন করার ফলে একেকটি দিন হয়। সুতোয় বাঁধা একটি লাটিমের মাটিতে ঘুরতে থাকাও আবর্তনের উদাহরণ। একটি টেনিস বলকে উপরের দিকে ছুঁড়ে মারলে এটি উপরে বা নিচে উঠানামার পাশাপাশি নিজেও ঘুরতে থাকে। এই ঘূর্ণনই আবর্তন।
সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ
তবে পৃথিবীর মত সূর্যও আবর্তন কিন্তু আবর্তন করে। সৌরদাগ (Sunspot) দেখে বোঝা যায় সূর্যের বিষুব অঞ্চল প্রতি ২৭ দিনে এক বার আবর্তন করে। মেরু অঞ্চলের ক্ষেত্রে এই সময়ের মান ৩১ দিন। তাছাড়াও প্লাজমা পদার্থে গঠিত সূর্যের কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে আবর্তন বেগের মান আলাদা। আর প্রদক্ষিণ? হ্যাঁ, সূর্য সেটাও করে। 


Advertisement 02

Unknown

লেখকের পরিচয়

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...