Advertisement

লিখুন

বিশ্ব ডট কমের আওতাধীন জ্যোতির্বিজ্ঞান পোর্টাল 'মহাবিশ্বে' আপনিও লিখতে পারেন। সেক্ষেত্রে নিচের নীতিমালা মাথায় রাখতে হবে।

নীতিমালাঃ 
১। সাইটটিকে জ্যোতির্বিদ্যার একটি পূর্ণাংগ পোর্টাল বানানোর পরিকল্পনা রয়েছে। এতে একেবারে খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও লেখা হবে। এর মধ্যে সংজ্ঞা, পরিচিতি ইত্যাদিও থাকবে। সব মিলিয়ে লেখার ক্যাটাগরি আপাতত চার প্রকারঃ
ক) সংজ্ঞা বা পরিচিতি। যেমন গ্রহের পরিচয়, মুক্তি বেগ কাকে বলে ইত্যাদি,
খ) অধিকাংশ লেখাই কোনো না কোনো সিরিজের অংশ। যেমন এ সপ্তাহের তারাগ্রহ পরিচিতিব্ল্যাক হোলের গভীরে ইত্যাদি।
গ) রেফারেন্স গাইড। যেমন ফিজিক্স পরিভাষাখালি হাতে আকাশ মাপাজ্যোতির্বিদ্যায় দূরত্বের এককেরাআলোকবর্ষের ব্যবহার ইত্যাদি।
ঘ) র‍্যান্ডম আর্টিকেল। যেমন সংবাদ

২। নতুন বা বর্তমান কোনো সিরিজের উপর কোনো লেখা লিখতে হলে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। অন্যথায় দেখা যাবে, আগে থেকেই একই বিষয়ে লেখা প্রস্তুত হয়ে আছে।
যোগাযোগঃ
ফেসবুকঃ আব্দুল্যাহ আদিল মাহমুদ অথবা
ইমেইলঃ info@bishwo.com অথবা সাইটের যোগাযোগ ফর্ম।

৩। লেখা প্রকাশ করার তিনটি উপায় আছে:

উপায়-১ঃ ওয়ার্ড বা টেক্সট ফাইলে লিখে ছবি থাকলে ছবিসহ info@bishwo.com ঠিকানায় পাঠাতে হবে।  সাথে নাম, পরিচয় থাকতে হবে।

উপায়-২ঃ সরাসরি ইমেইলে লিখে sa@bishwo.com ঠিকানায় পাঠিয়ে দেওয়া। লেখার শুরুতে বা শেষে অবশ্যই লেখকের নাম ও ২/১ লাইনে পরিচয় লিখে দিতে হবে। সাথে ছবি অ্যাটাচ করে দেওয়া যাবে। সেক্ষেত্রে ছবিগুলোকে 1,2 এভাবে নাম্বারিং করে কোথাও বসবে তা উল্লেখ করতে হবে।
যেমনঃ
...........................
[১নং ছবি]
...........................

উপায়-৩ঃ
এক্ষেত্রে একটি জিমেইল অ্যাড্রেস লাগবে। উপরে উল্লেখিত যোগাযোগের মাধ্যম অবলম্বন করে মেইলটি জানাতে হবে। এরপর একটি নোটিফিকেশন পাওয়া যাবে। ইনস্ট্রাকশন ফলো করে গুগোল প্লাস বা ব্লগারের মাধ্যমে সাইটে যুক্ত হতে হবে। এর পর শুধুই লেখালেখি।
এ সম্পর্কে পরে আরো বিস্তারিত জানানো হবে। কঠিন লাগলে আপাতত অপশন-১ ফলো করুন।
লেখা পাব্লিশ হলে জানানো হবে। দেরি হলে নক করা যেতে পারে। 
৪। সরাসরি লেখা প্রকাশের ক্ষেত্রে প্রতিটি লেখাতেই যথাসম্ভব অন্য লেখার লিঙ্ক দিয়ে দিতে হবে। পোর্টালের প্রতিটি লেখা ইন্টার-কানেক্টেড থাকবে। [না পারা গেলে ভাবতে হবে না]



৫। নির্দিষ্ট কোনো সিরিজের লেখা লিখতে হলে সংশ্লিষ্ট সিরিজের ফরম্যাট অনুসরণ করতে হবে।

৬। লেখায় তথ্য-সূত্র উল্লেখ করতে হবে।

৭। অসমর্থিত বা বিতর্কিত কোনো তথ্য উল্লেখ করা যাবে না।

৮। লেখায় কোনো ধর্ম, বর্ণ বা মতাদর্শকে কটাক্ষ করা যাবে না।

৯। লেখা সহজবোধ্য হতে হবে।

১০। জটিল বিষয় সহজ করে উপস্থাপন করার ক্ষেত্রে বেশি বেশি ছবি দিতে উৎসাহিত করা হচ্ছে। অবশ্যই ভালো রেজুলেশনের ছবি হতে হবে। ছবি যথাসম্ভব বাংলা করে দিতে হবে।

১১। গুরুত্বপূর্ণ শব্দের ক্ষেত্রে ব্র্যাকেটে ইংরেজি শব্দ লিখে দিতে হবে। যেমন ধূমকেতু (Comet), বামন গ্রহ (Dwarf planet) ইত্যাদি।

১২। নকল লেখা গ্রহণযোগ্য নয়। তবে অন্য ভাষা থেকে সোর্স উল্লেখ করে অনুবাদ করা যেতে পারে। 
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷

জ্যোতির্বিজ্ঞান পরিভাষা: জেনে নিন কোন শব্দের কী মানে

এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জ্যোতির্বিদ্যায় প্রয়োজনীয় পরিভাষাগুলোর তালিকা দেওয়া হলো। সাজানো হয়েছে অক্ষরের ক্রমানুসারে। এই তালিকা নিয়মিত আপডেট...